বিজয় পোদ্দার, ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রমিক জননেতা, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলুর ১৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৪ জানুয়ারি)। দিনটি উদ্যাপনে সকাল ৯টায় শহরস্থ থানা রোডের দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, ৯.৩০ মিনিটে শহরের আলীপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা দুপুর ২টায় তার পরিবার বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করবে।
এছাড়া বিকেলে শহরের লাবলু সড়কস্থ শেখ রাসেল ক্রীড়া চক্রে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ২০১০ সালের ২৪ জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। হাসিবুল হাসান লাবলুর বড় ছেলে শরিফুল হাসান প্লাবন। প্রথমে ছাত্রলীগ বর্তমানে শহর আওয়ামী লীগের সদস্য। ছোট ছেলে আশরাফুল হাসান প্রলয়। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
লাবলু ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) একাধিকবার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। সর্বস্তরের মানুষের কাছে রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। রাজনৈতিক কারণে বিএনপি জামাত সরকারের ষড়যন্ত্রে বহুবার গ্রেফতার, নির্যাতন ও কারাবরণের স্বীকার হয়েছিলেন। জীবনের বেশির ভাগ সময় তার কেটেছে কারাগারে।
Leave a Reply