1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুধু খেলা হবেনা, হ্যাট্রিক হবে -নিক্সন চৌধুরী - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শুধু খেলা হবেনা, হ্যাট্রিক হবে -নিক্সন চৌধুরী

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ জন পঠিত
শুধু খেলা হবেনা, হ্যাট্রিক হবে -নিক্সন চৌধুরী
শুধু খেলা হবেনা, হ্যাট্রিক হবে -নিক্সন চৌধুরী

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নৌকাকে আর ফাঁসাইয়েন না। জনগণ যেনো আর না কয় আপনি হেরে হ্যাট্রিক করছেন। আপনার সাথে কি খেলবো? আপনাকেতো খেলোয়ারই মনে করিনা। আপনারতো এগার সেট প্লেয়ারই নাই। তিনি বলেন, শুধু খেলা হবেনা, হ্যাট্রিক হবে। আসেন হ্যাট্রিক হোক। তিনবারের মতো আপনাকে হারাই। মনে করছেন ফাঁপড় দিয়ে পাড় পেয়ে যাবেন? ফাঁপড়ের ভয় নিক্সন চৌধুরী পায় না।

সদরপুরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী একথা বলেন। আজ সোমবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে ঢেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী কাজী জাফরউল্লাহর সমালোচনার পাশাপাশি বিগত দিনে এলাকার উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, যৌবনের ৯টি বছর কষ্ট করে আমি তাদের জন্য উন্নয়ন নিয়ে এসেছি। আমার যৌবনের সেরা সময় এই জনগণের পিছনে ব্যয় করছি।

অথচ গত চারটি বছর এই এলাকার মানুষের কোন খবর নেন নাই কাজী জাফরউল্লাহ। দীর্ঘ ৪০ বছর এলাকার জনগণ কোন উন্নয়ন পায় নাই তার হাতে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় বঙ্গবন্ধুর পরিবারের সমালোচনার জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার সময় আমাদের পরিবারের ১৮ জন রক্ত দিছে। বঙ্গবন্ধুকে হত্যার আগে আমার মামা শেখ মনিকে হত্যা করেছিল। নিক্সন চৌধুরী ফরিদপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন, ফরিদপুরে বরকত-রুবেলের পতনের পর আবার নতুন করে দুই ভাইয়ের সৃষ্টি হয়েছে। সভায় আরো বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, ভাঙ্গা উপজেলার ১১ ইউনিয়ন ও সদরপুরের ৮ ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্যকালে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ফরিদপুর-৪ আসনে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনে কাজী জাফরুল্লাহর অবস্থান আজ শূন্যের কোঠায়। বর্তমানে ফরিদপুরের রাজনীতি নিক্সন চৌধুরীর হাতে। নিক্সন চৌধুরী সমস্তকিছু পরিকল্পনা করে রাজনীতি করেন। আগামী জাতীয় নির্বাচনে নিক্সন চৌধুরী নৌকা পাবেন বলেও আশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট সায়েদিদ।গামলা লিপু বলেন, দীর্ঘ ৬ বছর আজ জননেতা এমপি নিক্সন চৌধুরীর মঞ্চে কথা বলার সুযোগ পেলাম। এজন্য তিনি নিক্সন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার সাথে নিক্সন চৌধুরীর কোন দেনাপাওনা লেনদেন ছিলোনা। তিনি কাজী জাফরুল্লাহর সমালোচনা করে বলেন, করোনার সময় সাড়ে তিন বছরে শতচেষ্টা করেও একটিবারের জন্যও তিনি এলাকার মানুষের খবর নেননি। শুনেছি তিনি অনেক বিত্তবান, কিন্তু তাতে জনগণের কী লাভ? জনগণের জন্য তার কোন চিন্তা নাই। তিনি বলেন, আজকে আমি জেলা আওয়ামী লীগের নেতা এটি আমার বাবার নামের অবদান। এতে অন্য কারো কোন অবদান নেই।

এসময় মঞ্চে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওসার, জেলা পরিষদের সদস্য এখলাস ফকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।জনসভা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে চেপে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দেন। সভায় বক্তাগণ বলেন, আগামীতে এমন লোককেই সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিবেন যিনি জনগণের সুখ-দুঃখ বুঝেন। তারা নিক্সন চৌধুরীকে ফরিদপুর-৪ আসনের মনোনয়ন দেয়ারও জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION