স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অবস্থিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার উদ্যোগে ফরিদপুরের রথখোলা যৌনপল্লীতে অবস্থানকারী অসহায়, কর্মঅক্ষম ও কর্মহীন সাবেক যৌনকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে রথখোলায় যৌনপল্লীর সামনে ৫০জন সাবেক যৌনকর্মীদের শীত নিবারণের উপকরণ হিসাবে এই কম্বল বিতরণ করা হয়। এসময় সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক পংকজ বিশ্বাস, কোষাধ্যক্ষ গোলক চন্দ্র গুহ, সদস্য তন্দ্রা দেবনাথ উপস্থিত ছিলেন।
সংস্থার সাধারণ সম্পাদক পংকজ মন্ডল জানান প্রতিবছরের ন্যায় এবছরও আমরা হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করছি। এবার আমরা সাবেক যৌনকর্মীদের কম্বল বিতরণের আওতায় এনেছি। আমরা মনেকরি এইসব সাবেক যৌনকর্মীদের প্রতি সমাজের একটি দায়বদ্ধতা আছে। আশাকরি এই কম্বলগুলো এইসব পরিবারের শীত নিবারণের সামান্য হলেও সাহায্য করবে। এর আগে এই সংস্থার মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply