স্টাফ রিপোর্টার :
“অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ” প্রকল্পের আওতায় আবাসন বরাদ্দের জন্য প্রস্তত করা প্রাথমিক তালিকায় ফরিদপুরের সালথা উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কে এ জামানের নাম থাকলেও চুড়ান্ত তালিকায় নাম না থাকায় হতাশ ওই বীর যোদ্ধা প্রধানমন্ত্রীর নিকট প্রতিকার চেয়েছেন।
প্রধানমন্ত্রী বরাবর আবাসন বরাদ্দ পাওয়ার দাবী জানিয়ে ওই মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত মুক্তিযোদ্ধার গেজেট নং ১৭৫১) উল্লেখ করেন, ২০২০ সালের ১২ অক্টোবর তারিখের ৪৩৪ নং স্মারকের আলোকে আবাসন নির্বাচক কমিটি একটি ঘর বরাদ্দ পওয়ার যোগ্য প্রমাণিত হওয়ায় উপজেলার ১২ জনের তালিকার চার নম্বরে তাকে (কে এ জামান) মনোনীত করেন। কিন্ত ঢাকা থেকে পাওয়া চুড়ান্ত তালিকা নাম না দেখে হতাশ হন তিনি। ওই মুক্তিযোদ্ধার কর্মকর্তাদের গাফিলতির কারণে তার নাম তালিকাভুক্ত করা হয়নি দাবী করে বলেন, আমার মুক্তিযুদ্ধের সকল দলিলাদি সঠিক থাকার পরও গাফিলতি করে আমার বরাদ্দ চুড়ান্ত তালিকায় তোলা হয়নি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাওয়া ওই মুক্তিযোদ্ধা জানান, তার মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের ভারতীয় তালিকা নং ৪৩৮৮, মুক্তিবার্তা নং ০১০৮০৮০৪০৮, বেসামরিক গেজেট নং ২০৮১, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষররিত মুক্তিযোদ্ধা সনদ নং ০৩৭৩৮, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাময়িক সনদ নং ম-৪৭২৬বারতীয় তালিকায় গেরিলা যোদ্ধা ই.বি.আর.সি নং ২৯৪১। তিনি তার নামে বরাদ্দকৃত রাশিয়ান এলএমজি এ-২২০৪ মেশিনগানটি ১৯৭১ সালের ২০ ডিসেম্বর ফরিদপুর সার্কিট হাউসে জমা দিয়েছেন। যুদ্ধাহত এই মুক্তিযোদ্ধা তার নামে প্রাথমিকভাবে বরাদ্দকৃত ঘরের চুড়ান্ত তালিকায় সংযুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ প্রসঙ্গে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার বলেন, ম্যানেজমেন্টে ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) ওই মুক্তিযোদ্ধার তথ্য আপডেট না থাকায় তার নাম অপেক্ষমান তালিকায় রয়েছে, তিনি ঘর পাবেন না এমন নয়, তথ্য আপডেট করে পরবর্তীতে বরাদ্দ দেয়া হবে। #
Leave a Reply