স্টাফ রিপোর্টার : ফরিদপুরে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ফরিদপুর পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাক্তি মালিকানাধীন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। (১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল ৮ টায় গোয়ালচামট মহান মুক্তিযুদ্ধে শহীদগণের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। প্রথমে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপরে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ , জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে একটি বিজয় শোভাযাত্রা বের করে গোয়ালচামট শহীদ স্মৃতিফলকে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ দিনব্যাপি নানা কর্মসূচী পালন করে। সকাল সাড়ে ৭ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপরে জেলা প্রশাসন কতৃক অংশগ্রহণে র্যালিতে যোগ দেন নেতৃবৃন্দ। র্যালি শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে শেখ জামাল স্টেডিয়ামে প্রশাসক কর্তৃক দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। এসময় পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ তাসলিমা আলী সহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বাদক দল কর্তৃক বাদ্য পরিবেশন করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে। দিবসটি উপলক্ষে বাদ যোহর সকল মসজিদে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুজব বিরোধী কার্যক্রমের বিষয়ে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আলোচনা এবং মুক্তিযুদ্ধে শহীদ আত্মদানকারী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। এছাড়া শহরের হাসপাতাল, জেলখানা, শান্তিনিবাস, এতিমখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অন্যদিকে সকাল থেকে সন্ধা শেখ রাসেল শিশুপার্ক বিনা টিকিটে শিশুদের জন্য শিশুপার্ক উন্মুক্ত রাখা এবং প্রদর্শনীয় ব্যবস্থা রাখা ছিলো।
Leave a Reply