স্টাফ রিপোর্টার :
ফেসবুকে আল্লামা মামুনুল হকের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ফরিদপুর স্বেচ্ছাসেবকলীগের দুই নেতার শাস্তি দাবী করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্বেচ্ছাসেবকলীগের একাংশ। এসময় আওয়ামীলীগ-যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুল হক নারায়নগঞ্জের একটি রিসোর্টে নারীসহ আটক হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পোষ্ট এবং একটি পোস্টে কমেন্ট করে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা দলের ভাবমূর্তী ক্ষুন্ন করেছে উল্লেখ করে ওই দুই নেতার শাস্তি দাবী করা হয় মানববন্ধন থেকে।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম জনি, যুবলীগ নেতা আলী আসগর মানিক, সাবেক আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর সাত্তার শেখ, কানাইপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিতাই শিকদার, মনিরুজ্জামান মাসুম, সুমন মুন্সি, মো. ওলিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply