নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : আসন্ন ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মোঃ জাহিদ মোল্যা। (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নূরু আমীন এর নিকট মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় তার সাথে সহযোগী সহকর্মীরা ও ৮ নং ওয়ার্ডের শত শত সাধারন জনগণ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে মেম্বার প্রার্থী মোঃ জাহিদ মোল্যা বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি শতভাগ আশাবাদী ৮নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ১৬ মার্চ।
Leave a Reply