শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ১০দিন ব্যপি মধুখালী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার সার্বিক ব্যয় নির্বাহের জন্য লটারীর ব্যবস্থা করা হয়েছিল। শেষ দিন মেলার মক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় লটারী ড্র। ড্র এর দিন দাবীদার না পাওয়া গেলেও পরবর্তী ১ম পুরস্কার প্রাপ্তির সন্ধ্যান পাওয়া যায় যার নম্বর ০১০০। প্রাপ্ত ১ম পুরস্কার বিজয়ী হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ আরিফুর রহমান লাভলূ, ২য় পুরস্কার পান বাগাটের সুকুমার কুমার ঘোষ।
২১ মে শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃশহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মেলার অর্থ সম্পাদক সুভাষ রায়। লটারী পরিচালনা উপকমিটির আহবায়ক মোঃ হুমাউন রানা,মঞ্চ উপকমিটির আহবায়ক মির্জা গোলাম ফারুক,অভ্যর্থনা উপকমিটির আহবায়ক মির্জা আক্তারুজ্জামান খোকন,পৌর কাউন্সিলর নাজমা সুলতানা।
Leave a Reply