শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে স্ত্রীর পরকীয়ারর কারণে বিষ পানে মোঃ হান্নান শেখ (৪৫) ও তার দুই বছরের ছেলে আয়ানের মুত্যু হয়েছে। পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের আকুব্বর শেখের বড় ছেলে হান্নান শেখ। একাধিক সূত্রে জানা যায় ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার রাতে বাবা তার ছেলেকে বিষ পান করিয়ে নিজে বিষ পান করেন। বিষয়টি আশে পাশের লোকজন বুঝতে পেরে শুক্রবার সকালে দুজনকে অচেতন অবস্থায় মধুখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিলে, প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঢাকা নেওয়ার পথেই শিশু আয়ান মৃত্যু বরণ করে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার হান্নানকে তার নিজ বাড়ীতে ফিরিয়ে আনা হলে গভীর রাতে হান্নান মৃত্যু বরণ করেন। ২৮ ডিসেম্বর বুধবার সকালে খবর পেয়ে মধুখালী থানার পুলিশ এস আই সান্টু দেব এর নেতৃত্বে একটি প্রতিনিধি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে তদন্ত করছেন । ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। হান্নান শেখ, তিন বছর পূর্বে উপজেলার কামালদিয়া ইউনিয়নের নিখরিয়া গ্রামের সুফিয়া বেগম নামের মহিলাকে বিবাহ করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়।
২-৩ মাস পূর্বে সুফিয়া দুই বছরের শিশু সন্তানকে রেখে পরকীয়া করে হান্নানকে ছেড়ে চলে যায়। শিশু বাচ্চা নিয়ে হান্নান পড়েন বিপাকে। বাচ্চাকে কেন্দ্র করে নানা সমস্যা সৃষ্টি হয়।হান্নান সুফিয়াাকে ফিরিয়ে আনতে একাধিকবার সুফিয়াার বাবার বাড়ি গিয়ে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। উপায় অন্ত না পেয়ে রাগে,অপমানে,ক্ষভে শিশু বাচ্চাকে নিয়ে অবশেষে বিষ পান করেন। হান্নানের পরিবারের লোকজন বলে দুই বছরের শিশু আয়ান হাসপাতলে দুইদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন খবর পেয়েও পাষান মা সুফিয়া তাকে একবার ও দেখতে আসেনি।পিতা-পুত্রের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply