মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ২০২২-২০ অর্থ বছরে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মশুরী বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চেীধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনাসহ উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষকবৃন্দ। ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রায় ২ হাজার কৃষককে ২ কেজি সরিষা বীজ, ১৫ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
Leave a Reply