স্টাফ রিপোর্টার : ভোক্তা অধিদপ্তরের কঠোর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ফরিদপুরেও হঠাৎ বেড়ে যাওয়া ভ্রাম্যমান ডাবের দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোতে ভ্রাম্যমান ডাবের দোকানীদের দাম সহনীয় পর্যায়ে ও সীমিত লাভে বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ।
এদিকে ভোক্তা অধিকারের অভিযানের টিমের পুলিশসহ অন্যান্য সদস্য দেখে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েকজন ডাব ব্যবসায়ী তাদের রিকসা ভ্যানে থাকা ডাব রেখে সটকে পড়েন। ডাবের মালিকদের খোজাখুজি করা হলেও তারা সেখানে উপস্থিত হননি। ডাবের দোকানের সামনের সাদ ফার্মেসীর এক কর্মচারী জানান, পুলিশ দেখে তিনি ভ্যান ছেড়ে কোথাও চলে গেছেন। অভিযানের সময় মেডিকেলের সামনের আরো কিছু ডাব ব্যবসায়ী অল্প লাভে ডাব বিক্রি করবে বলে ঘোষনা দেন।
সেখানে ভ্যানে করে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়ন থেকে পাইকারি বিক্রির জন্য হানার মন্ডল প্রায় শাতাধীক ডাব খুচরা বিক্রেতার কাছে বিক্রির জন্য আনেন। এসময় তিনি পাইকারি বিক্রির জন্য ৯০ টাকা পিস বিক্রি করতে চান। তিনি জানান, গাছ থেকে ডাব তিনি ৫০ টাকা দরে কিনে এনেছেন। এসময় ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ তাকে স্বল্প লাভে বিক্রির জন্য বোঝাতে সক্ষম হলে পাইকারি বিক্রেতা বড় ডাব ৮০ টাকা, মাঝারি ৭০ টাকা ও ছোট ডাব ৬০ টাকায় বিক্রি করে দেন।
ভোক্তা অধিদপ্তরের লোক দেখে ডাবসহ ভ্যান রেখে পালালো ব্যবসায়ী
এসময় শহরের ঝিলটুলি জাহেদ মেমোরিয়াল শিশু হসপাতাল, সুপার মার্কেট, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের সামনের ডাব ব্যবসায়ীদের স্বল্প লাভে ডাব বিক্রির নির্দেশনা দেন। এর ব্যাত্বয় ঘটলে জেল জরিমানা প্রদান করা হবে জানানো হয়। এসময় অভিযানের মধ্যে উপস্থিত একাধীক সাধারন ক্রেতা বলেন, অভিযানের আগে ১৫০ টাকার নিচে কোন ডাব বিক্রি হয়নি। এর উপরে বিক্রি হইছে। এখন অভিযানে আসছে, মুহুর্তে ডাবের দাম ১০০ টাকার নিচে চলে এসেছে। সাধারন ক্রেতা আরিফ মন্ডল বলেন, অভিযানের খবরে ডাব ব্যবসায়ীরা দাম কম রাখতেছে।
তারা চলে যাবে আবার বেশি দামে বিক্রি করতে শুরু করবে ডাব ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীর সাথে তো ঠিক মত কথাও বলা যায় না। দামাদামিও করা যায় না। বলে নিলে নেন, না নিলে না নেন। অভিযানের মধ্যেই ৮০ টাকায় একটি বড় সাইজের ডাব কিনে খাচ্ছেন আবুল হোসেন। তিনি বলেন, অনেক দিনি পর এ দামে ডাব কিনতে পারলাম। জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ বলেন, ডাব আমাদের দেশের গাছের একটি ফল।
হঠাৎ করে এই ডাব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এজন্য আমাদের ডিজি মহোদয়ের নির্দেশে বাজারে ডাবের দাম সহনীয় রাখতে আমাদের তদারকী ও অভিযান। আমরা সকল ডাব ব্যবসায়ীকে সচেতন করেছি, স্বল্প লাবে ডাব বিক্রির নির্দেশনা প্রদান করেছি। সেই সাথে ডাব ক্রয়ের রশিদ ও ডাব বিক্রয়ের তালিকা রাখার জন্য বলা হয়েছে। ডাবের দাম নিয়ন্ত্রনে আমাদের নিয়মিত তদারকি থাকবে। অভিযানে এসময় জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। এ অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।
Leave a Reply