স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের ৪০ তম বাৎসরিক ওরশ বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে অনুষ্টিত হয়েছে। প্রয়াত হযরত খাজা শাহ সুফি সৈয়দ নুর মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিশ্তী আল নুরে নিজামী’র বাসভবনে রাত ভর নানা কর্মসূচী পালনের মাধ্যমে বাৎসরিক এই ওরশ অনুষ্টিত হয়। ভাজনডাঙ্গা খাজাগঞ্জ দায়রাপাক দরবার শরীফের গদীনশীন আজিজুল ইসলাম আজিজ চিশ্তী জানান, দরবারে বাদ মাগরিব ধর্মীয় আলোচনা, ওয়াজ নসিয়ত , বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমলাপুর চিশতীয়া ভক্ত মঞ্জিলের পীর সাহেব মো: সোকেলউদ্দিন আল চিশতী। রাতে খাজা বাবার সামা গজল ও ধর্মীয় ভাব সংগীত পরিবেশন করেন ফরিদপুর লালন পরিষদের সভাপতি পাগলা বাবলু খান,বিশিষ্ট বাউল শিল্পী ফকীর নিজামউদ্দিন সাই ডলার, বাউল মোমরেজ উদ্দিন, বাউল ডাবলু শাইসহ অন্যান্য শিল্পিরা। গভীর রাতে শেজরা শরীফ পাঠ করা হয়। শেজরা শরীফ পাঠ শেষে সুবেহ সাদিকের পূর্বে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।ওরশ চলাকালিন সময় কয়েক দফায় নেওয়াজ বিতরন করা হয়। ওরশে ভক্তবৃন্দ,জাকেরান ও আশেকানেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply