মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে মঙ্গলবার বিকেেেল ভাঙ্গা থানা চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাঙ্গা থানার আয়োজনে থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল।
ভাঙ্গা থানার এস,আই,গোলাম দস্তগির মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন,ওসি তদন্ত মোঃ জুয়েল রানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের। অনুষ্ঠানে পূজার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মালো,সাধারণ স¤পাদক সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস,ফরিদপুর বাস মালিক সমিতির সদস্য বিকাশ মজুমদার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, মানুষকে দেখানোর জন্য পূজা-অর্চনা পালন করা হয়না। পূজা পালন করা হয় ধর্মীয় রীতি অনুযায়ী ঈশ্বর বা ঠাকুরকে খুশি করার জন্য। তাই কে কত বড় মন্ডপ তৈরি করেছে সেটা না ভেবে নিজেদের মত করে পূজা উদযাপন করুন। অনুষ্ঠানের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন,ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই সকলে মিলেমিশে পূজা উদযাপন করুন। এ সময় আরও বলেন,কেউ কোন রকম বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, কোন ডিজে গান বা অশ্লীল নৃত্য করা যাবেনা। যতটুকু সম্ভব সামাজিকতা বজায় রেখে অনুষ্ঠান করতে নির্দেশনা দেন।
Leave a Reply