মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ‘‘প্রশিক্ষিত যুব,উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন গুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ(টেকাব-২ পর্যায়)-শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ডাঃ কাজী আাবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, প্রশিক্ষনার্থী ও সাংবাদিক প্রমুখ।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সুদুর প্রসারী কর্মকান্ডের অংশ হিসেবে শিক্ষিত যুব সমাজকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারনা ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে এবারের প্রথম ধাপে ৪০ জন শিক্ষিত নারী-পুরুষকে কম্পিউটার প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। এতে ২ মাস ব্যাপী ভ্রাম্যমান গাড়ীতে করে দুর-দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করে সনদ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন বলেন, আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত যুবক-যুবতীদের দক্ষ হিসেবে গড়ে তোলাই এর উদ্যেশ্য। এ প্রশিক্ষণে যারা মেধায় প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
Leave a Reply