মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আমতলা চরকান্দা গ্রামে পূর্ব শত্রæতার জেরে এক প্রবাসী পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীসহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে প্রবাসী যুবক মহিউদ্দিন মোল্লা(৩৫) ও নাসিমা বেগম(৪০)।
এ ঘটনায় গুরুতর আহত মহিউদ্দিন মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। আহত নাসিমা বেগম ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবাল বিকেলে। এ ঘটনায় প্রবাসী পরিবারের সদস্যরা ফের হামলার আশংকায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে ভূক্তভোগী পরিবারটির অভিযোগ।
এ দিকে ঘটনার পর ওই স্থান পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার আতিয়ার রহমান বুলু মোল্লা পরিবারের সাথে স্থানীয় প্রভাবশালী সরোয়ার জান মোল্লা,জমির মোল্লা সহ বেশ কয়েক জনের সাথে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি বুলু মোল্লার অর্থনৈতিক সক্ষমতায় ঈর্ষাম্বিত হয়ে দ্বন্দ-সংঘাত চলে আসছিল।
এর জের ধরে গতকাল ১৫/২০ জন সংঘবদ্ব যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বুলু মোল্লার বাড়ি-ঘরে হামলা চালায় তাঁর প্রবাসী ছেলে মহিউদ্দিনকে রাস্তায় একা পেয়ে ধারালা অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে তাঁর চাচি নাসিমা বেগম এগিয়ে আসলে তাকেও ধারালা অস্ত্র দিয়ে আঘাত করে সংঘবদ্ব কতিপয় যুবক।
পরে আহতদের স্থানীয়রা উদ্বার করে চিকিৎসার জন্য প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর-বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী আতিয়ার রহমান বুলু মোল্লা বলেন,এলাকার কতিপয় চক্রের সদস্যরা সুযোগ পেলেই আমার ও আমার সন্তানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠে।
আমি ও আমার পরিবার যাতে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এজন্য তাঁর সন্তানকে যারা কুপিয়ে আহত করেছে সঠিক তদন্তের মাধ্যেমে দোষীদের শাস্তির দাবী জানাই। এদিকে বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন কর হবে।
Leave a Reply