মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ২২ নং ঘারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভাবমূর্তি ও ক্ষুন্নের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে শত শত শিক্ষার্থী ও শিক্ষক,কর্মচারী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচীতে তারা নানান প্রতিবাদ সম্বলিত লেখা ব্যানার ও প্লাকার্ড বহন করে। বক্তারা জনৈক সুবিধাবাদী কথিত সাংবাদিক দ্বারা একটি অখ্যাত পত্রিকায় মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন মানহানিকর সংবাদ প্রকাশ করে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ বিনষ্ট ও ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদ, নিন্দা ও জড়িতের বিচার দাবী করেন। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরা আক্তার,নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক শারমিন রহমান সুইট,শাহানা আক্তার, তাছলিমা আক্তার,জাফরিন ফারজানা,ম্যানেজিং কমিটির সদস্য রমজান মাতুব্বর, –বিদ্যালয় শিক্ষার্থী রাতুল শেখ,মিথিলা আক্তার,দপ্তরী রুহি দাস প্রমুখ।
প্রধান শিক্ষক মনিরা আক্তার বলেন,গত ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে স্থানীয় একটি পত্রিকা ‘‘বাঙ্গালী সময়’’-এ বিদ্যালয় চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন থাকা অবস্থায় একটি ছবি ধারন করে উড়তেই থাকে জাতীয় পতাকা,-শিরোনামে একটি আপত্তিকর মনগড়া সংবাদ প্রকাশিত হয়। সংবাদে পত্রিকার প্রতিবেদক রমজান শিকদার অসৎ উদ্যেশ্য চরিতার্থ করার জন্য সব সময়ই পতাকা উত্তোলিত থাকে মর্মে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশ করে বিদ্যালয়টির সুনাম নষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন। আমরা এর নিন্দা ও তার শাস্তি দাবী জানাচ্ছি। সদ্য উপজেলা থেকে নির্বাচিত হওয়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক শারমিন রহমান সুইট বলেন, আমাদের বিদ্যালয়টিতে নির্বাচিত দু,জন শেষ্ট শিক্ষক রয়েছেন। শিক্ষা ,সংস্কৃতি,ফলাফল সব দিক দিয়ে বিদ্যালয়টি শেষ্ঠত্বের দাবী রাখে।
দিনের বেলা টানানো জাতীয় পতাকার একটি ছবি ধারন করে কথিত সাংবাদিক মিথ্যা গল্প ফেদে সংবাদ প্রকাশ করে আমাদের অর্জিত সফলতা ¤øান করে দিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, এভাবে মিথ্যা গল্প তুলে ধরার মানে কি?. বিদ্যালয়টির শিক্ষার্থী রাতুল বলেন, ওই ব্যাক্তি স্কুল চলাকালীন সময়ে ছবি তুলে দ্রæত সরে পড়ে। মিথ্যা সংবাদ দিয়ে আমাদের বিদ্যালয়টির সুনাম নষ্ট করেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য রমজান মাতুব্বর বলেন, বিদ্যালয়টির সামনে আমার ব্যাসায়ী প্রতিষ্ঠান। যথা সময়ে যখারীতি বিদ্যালয়টিতে জাতীয় পতাকা টাঙ্গানো হয়। অসৎ উদ্যেশ্য চরিতার্খ করার জন্য ওই কথিত সাংবাদিক একটি অখ্যাত পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। উল্লেখ্য যে,১৯৬৫ সালে প্রতিষ্ঠিত শিক্ষা-দীক্ষা ,সংস্কৃতি বিভিন্ন বিষয়ে বিদ্যালয়টির রয়েছে গৌবোজ্জ্বাল ইতিহাস। ্
Leave a Reply