1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূণ -কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূণ —কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২৮ জন পঠিত
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূণ ---কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূণ ---কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

স্টাফ রিপোর্টার : আগের দিনে মানুষ খাদ্যের অভাবে অনেক কষ্ট করেছে। তবে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন মানুষ না খেয়ে মরেনা। এর সাফল্য অর্জন করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ফরিদপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের আয়োজনে, (৫ অক্টোবর) বৃহস্পতিবার সদর উপজেলায় মাল্টিপারপাস হলরুমে ফরিদপুর ও যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভূক্তকরণ” শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ক্রমাগতভাবে কৃষিবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন করে সার, সেচ, বীজসহ কৃষি উপকরণ সহজলভ্য ভাবে কৃষকের দোরগোড়ায় অব্যাহতভাবে পৌঁছে দিচ্ছে। এর ফলে উন্নত প্রযুক্তির উৎকর্ষে প্রতিটি ফসল উৎপাদনে সক্ষম হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন এতে করে কৃষক ও গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে, কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসি চেয়ারম্যান আব্দুলা সাজ্জাদ, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে কৌশলপত্র উপস্থাপন করেন কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) ফরিদপুর অঞ্চল প্রধান ড. সেলিম আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন-অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন।

কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুরের পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষি শাহিদা বেগম, জৈব সার উৎপাদনকারী চাষি তানিয়া পারভীন, মাগুরা জেলার ধান চাষি আক্কাস হোসেন প্রমুখ। এসময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন সহ ফরিদপুর এবং যশোর জেলার উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক এবং কৃষক উদ্যোক্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION