ফরিদপুরে বাঁধ ভাঙ্গা উচ্ছাসে উদযাপিত হলো জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃষ্টিও যেনো রুখতে পারলোনা শ্রমিকদের। নানা আয়োজনের সফল পরিসমাপ্তিতে দিনটি পার করলেন শ্রমিকরা। আর প্রতিটি কর্মসূচী জুড়েই ছিলো বঙ্গবন্ধুর আদর্শের জয়গান।
সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নেতারা। বিকালে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিণ্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অমিতাব বোস।
শ্রমিকরা মনে করেন, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার বর্তমান আহুবায়ক গোলাম মো. নাছির ও সাধারণ সম্পাদক মো. ইমান আলী মোল্লা দ্বায়িত্ব নেবার পর থেকেই প্রতিটি কর্মসূচীতে থাকছে শ্রমিকদের সরোব উপস্থিতি যা নজর কাড়ে সকলের।
নতুন নেতৃত্ব প্রতিষ্টার পর নাকি তারা বিগত যে কোনো সময়ের চেয়ে শতগুন শক্তিশালী ও সর্ব সমাজে সমাদ্রিত। তাইতো নিজেদের প্রতিষ্টাবার্ষিকীর কর্মসুচীও সাজিয়ে ছিলেন মনের মতো করেই।
এখন অনেকেই মনে করেন যে কোনো নির্বাচনেও আওয়ামীলীগের প্রার্থীর বিজয় কেতন ওড়াতেও ফরিদপুরের শ্রমিকরাই নাকি বিশেষ ভুমিকা রেখে নেতাদের মুখ উজ্জ্বল করতে পারে। আর তা অকপটে স্বিকারও করেন নেতারা।
ফরিদপুরের জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আর সদস্য সচীবের হাত ধরে শ্রমিকরা আসীন হতে চান রাজনৈতিক সংস্কৃতির শীর্ষে।
Leave a Reply