নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরে বসত বাড়ীতে সবজি উৎপাদন এবং আমের শোষক পোকা দমনের ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে, (১ এপ্রিল) শনিবার সরেজমিন গবেষণা বিভাগের প্রশিক্ষণ রুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, বগুড়া শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার। আরোও বক্তব্য রাখেন ফরিদপুর মসলা গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলাউদ্দিন খান, মাগুড়া আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সোহেল। এসময় ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক সহকারীবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সারসংক্ষেপ এই প্রশিক্ষণে ৩০ জন কৃষক কিষাণী অংশগ্রহণ করেন। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পর এখন লক্ষ্য পুষ্টি নিরাপত্তা। সবজি ও ফল সুষম পুষ্টির আধার। কৃষি জমি ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় পতিত চাষযোগ্য জমি কৃষিকাজের আওতায় আনার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তারই ধারাবাহিকতায় বসতবাড়ির আশেপাশের পতিত জমিতে সবজি চাষের কৌশল ও ব্যবস্থাপনা বিষয়ে কৃষক প্রশিক্ষণের আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুর।
বসতবাড়িতে কী ধরনের সবজি চাষ করা যায়, কীভাবে সার সেচ ও কীট ব্যবস্থাপনা করলে অল্প খরচে অধিক ফসল ফলানো যায়, সারাবছর কীভাবে বসতবাড়ির ছোট্ট আঙিনা ব্যবহার করে একটি পরিবারের সবজি চাহিদা মেটানো যায়, বসতবাড়িতে কেনই বা সবজি চাষ করা উচিত প্রভৃতি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন বিজ্ঞানীবৃন্দ। বারি উদ্ভাবিত অধিক ফলনশীল জাত সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। এছাড়াও, আমের শোষক পোকা দমন, আমের সেচ ও সার ব্যবস্থাপনা, ছত্রাকনাশক ও বালাইনাশকের পরিমিত ব্যবহার ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা দেন প্রধান অতিথি মহোদয়।
Leave a Reply