স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ফরিদপুরের নব নির্বাচিত পৌরসভার মেয়র অমিতাভ বোস। শুক্রবার সকাল ৯টার দিকে প্রায় দুই হাজার নেতা কর্মী নিয়ে নব নির্বাচিত পৌরসভার মেয়র অমিতাভ বোস সড়ক পথে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যান। সেখানে তিনি সবাইকে নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে পরে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর মেয়রের নেতৃত্বে পৌরসভার সকল কাউন্সিলরা একে একে বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ নওয়াব আলী। উক্ত দোয়ার অনুষ্ঠানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করেন। এসময় মেয়রের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক শামিম হক। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক (ভোলা মাস্টার), বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর শাখা ও ফরিদপুর প্রেস এ্যাসোসিয়েশনের সাংবাদিকবৃন্দসহ সকল পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ এবং আওয়ামীলীগের অংগসংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মীবৃন্দ। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংপ্তি আলোচনায়ও অংশ নেন তারা।
Leave a Reply