1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর- ২ উপনির্বাচন : আব্দুস সোবহান ক্লিন ইমেজের মনোনয়ন প্রত্যাশী - আজকের ফরিদপুর
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর- ২ উপনির্বাচন : আব্দুস সোবহান ক্লিন ইমেজের মনোনয়ন প্রত্যাশী

  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৫৫ জন পঠিত

বিশেষ প্রতিবেদক :
সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু জনিত কারণে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এরই মধ্যে শুন্য ঘোষনা করা হয়েছে ফরিদপুর-২ আসনটি। ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা ছাড়াও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০৫ নভেম্বর। এরই মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রয়াত সাবেক সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর দুই সন্তান ছাড়াও মোট ১৭জন প্রার্থী দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। বর্তমানে নৌকার প্রার্থী মনোনীত হওয়ার অপেক্ষায়।
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন চাওয়া ১৭ প্রার্থীর কারো কারো বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি কাজী আব্দুস সোবহানের বিরুদ্ধে অদ্যবদি নির্বাচন কেন্দ্রিক কোনো ধরণের অভিযোগ ওঠেনি বলে দাবী স্থানীয়দের। স্থানীয়রা মনে করেন, কাজী আব্দুস সোবহান ক্লিন ইমেজের একজন প্রার্থী। যিনি বড় কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদের দ্বায়িত্বে না থেকেও বছরের পর বছর ধরে গণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। নগরকান্দা উপজেলার শশা গ্রামের যুবলীগ নেতা শেখ জাহিদ, ছাত্রলীগের কাজী তানভির আহমেদ, প্রবীন নাগরিক আব্দুল জলিল মাস্টার, কাজী নুর ইসলামসহ কয়েকজন মানুষের দাবী, আব্দুস সোবহান নিজের উপার্জিত অর্থ গরীব দুখি মানুষের মাঝে বিলিয়ে দেন। এমনকি একটি সংগঠনও রয়েছে তার, যাদের কাজ সহযোগীতা প্রত্যাশী মানুষের মাঝে প্রয়োজণীয় সুবিধা প্রদান করা।
রামনগর এলাকার মো. আলাউদ্দিন, মো. আক্কাস ফকিরসহ কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিকান্ডে বাজারের কয়েকটি দোকান পুড়ে যাওয়ার খবর শুনে, তিনি দেশে না থাকলেও তার প্রতিনিধির মাধ্যমে কোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ভুমিকা রাখেন তিনি। তাদের দাবী, এছাড়াও কাজী আব্দুস সোবহান করোনা দুর্যোগকালে অনেকের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন তিনি। অনেক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, এমনকি বিদেশে নিয়ে চিকিৎসা করানোর নজিরও রয়েছে।
চরযশোরদী এলাকার মো. দেলোয়ার হোসেন বিশ্বাস, মো. আহাদ আলী মাতুব্বর ও কাইচাইল গ্রামের ফজলুল হক মেম্বরসহ অনেকেই মনে করেন কাজী আব্দুস সোবহান অত্যন্ত সজ্জন ব্যক্তি, যার, রাজনৈতিক ক্যারিয়ারে কোনো ধরনের কালিমা নেই। তাই তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ার দাবী তাদের। তারা মনে করেন কাজী আব্দুস সোবহানকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয় হবে নৌকার। #

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION