সবুজ দাস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর। দিবসটি উদযান উপলক্ষে শহরের অম্বিকা ময়দানে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর পওর বিভাগ (বাপাউবো) এর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।
একই সাথে বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামাল এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে তারা। এ ছাড়া দিবসটি উপলক্ষে ফরিদপুর পওর বিভাগ (বাপাউবো) এর আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর ৩ আসন এর সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। উল্লেখ্য ১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জ জেলার মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।
ফরিদপুর বাপাউবো এর পক্ষ হতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা
Leave a Reply