1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭৯ জন পঠিত
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) সোমবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। সভা শেষে দ্বিতীয় পর্বে মিলন মেলা ও বার্ষিক প্রীতি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার পিএএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা)।  এর আগে সাধারণ সভায় ৮৪ জন সদস্য উপস্থিত হন। সভার শুরুতে ফরিদপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল। এরপর গত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক শেখ মনির হোসেন।

এরপর বিগত বছরের কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদনের উপর উম্মুক্ত আলোচনা শেষে অনুমোদন করা হয়। সাধারণ সভায় আলোচনায় অংশ নেন ফরিদপুর প্রেসক্লাবের ৩ বারের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র সদস্য আমিনুর রহমান ফরিদ, আ.ত. ম আমীর আলী টুকু, সাংবাদিক পান্না বালা, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, রেশাদুল হাকিম, সাবেক সহ-সভাপতি জাহিদ রিপন, সাইফুল ইসলাম ওহিদ, হারুন আনসারী, বেলাল চৌধুরী, নাজিম বকাউল, সেলিম মোল্যা, আনোয়ার জাহিদ ও ওয়ালী নেওয়াজ বাবু। এসময় ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য মফিজ ইমাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক এসএম তমিজউদদীন তাজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জিলানী রুনু মঞ্চের সারিতে উপবিষ্ট ছিলেন। এছাড়া ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম মনির, নির্বাচন কমিশনার এমএ সালাম ও সেবানন্দ বিশ্বাস, সাবেক নির্বাচন কমিশনার মাহফুজ আলম মিলন, সহ-সভাপতি সঞ্জিব দাস, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, ওয়াহিদ মিল্টন, বর্তমান যুগ্ন সম্পাদক মফিজুর রহমান শিপন, কামরুল ইসলাম সিদ্দিকী, আসাদুল হক আসাদ, বিকে সিকদার সজল, মোঃ জাহিদুল ইসলাম, বিভাষ দত্ত, মাসুদুর রহমান তরুণ, এমএম রাইসুল রুবেল, মোঃ সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম আনজু, এসএম রুবেল, রুহুল আমিন, এনকেবি বিশ্বাস নয়ন, বিজয় পোদ্দার, মঞ্জুয়ারা স্বপ্না, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বের মিলন মেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এমএ সামাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহ্ নেওয়াজ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অধ্যাপক আবুল কাশেম সহ জেলার শীর্ষ সরকারী কর্মকর্তা ও রাজনীতিবীদ সহ সহযোগী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এদিকে ফরিদপুর প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ ডিসেম্বর। এতে ১৮টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ৯৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION