স্টাফ রিপোর্টার:
ফরিদপুর নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা বুধবার সকাল ১১টায় শহরতলীর ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সুশীলন ও এ্যাকশন এইডের সহযোগীতায় এবং মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন প্রকল্পের উদ্যোগে এই কর্মসুচির আয়োজন করা হয়েছে। মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পিযুষ রায়, ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,সহকারী শিক্ষক রত্না বালা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন প্রকল্পের টিটিসিও আসাদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন মেকিং মার্কেট ওয়ার্ক ফর ওমেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটর মোঃ শহিদুল ইসলাম । আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন করেন।
Leave a Reply