স্টাফ রিপোর্টার : মুজিব মানে পূর্ণ যৌবনের দীপ্ত কণ্ঠস্বর/প্রতিরোধের প্রচ্যির ভেঙ্গে/মুখরিত ¯েøাগানে বিষ্ফোরিত মিছিল….। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো ফরিদপুর কানাইপুর উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। কবিতা, গান আর শ্রদ্ধার ফুলে ফুলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রাণে দুলছিল বঙ্গবন্ধু। জাতির পিতার প্রতিকিতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের পর বিদ্যালয় হল রুমে গান আর কবিতার মর্ম বাণীতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।
ভিন্ন মাত্রায় রূপ নেয় এই আয়োজন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল হোসেন কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ শাজাহান মোল্লা, জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট স্বপন কুমার সাহাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে সাংস্কৃতিক আয়োজনে সাফল্য অর্জন করা মেধাবী সংগীত শিল্পী ও কবিতা আবৃত্তির জন্য পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply