নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ”নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে, (২৮ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোঃ মাহামুদুল হক এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য ও সেইফটি) মোঃ ইসমাইল এবং অনুষ্ঠাটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) নুসরাত জাহান লিজা। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply