স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘ এর উদ্যোগে (৬ মাসব্যাপী) সেলাই প্রশিক্ষণ কোর্স শেষে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ টি ব্যাচের ৮৩ জন নারী সেলাই প্রশিক্ষণার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করা হয়।পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘ এর সভাপতি কবি পুত্র ড. জামাল আনোয়ার এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে স্বাবলম্বী ও দক্ষ হাতিয়ার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। নারীদেরকে পিছিয়ে রেখে একটি দেশ এগিয়ে যেতে পারে না। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদেরকে স্বাবলম্বী নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন প্রশিক্ষণের পাশাপাশি হাঁস মুরগি ও গবাদিপশু পালনে প্রশিক্ষণের আহব্বান জানান।
এরজন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল ধরণের সহায়তা করা হবে বলে তিনি নিশ্চিত করেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদেরকে জনসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘ এর সহ-সভাপতি ও আনছার উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শেখ। এসময় বিতরণ অনুষ্ঠানে কবি পুত্রর সহধর্মিণী রাজিয়া সুলতানা, কবি পুত্রর মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন, সেলাই প্রশিক্ষক মাধুরী রানী শীলসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আবুল হাসান (তুহিন)। বিতরণ অনুষ্ঠানের শুরুতে পল্লী কবি জসীমউদদীন স্মৃতি সংঘের উদ্যোগে হাসু মিয়ার পাঠ শালার শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীত শিক্ষিকা তৃপ্তি রায়, তবলায় সনদ্বীব এবং নৃত্য শিক্ষক আজাদ বেপারী।
Leave a Reply