স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির ফরিদপুর জেলা শাখা গঠন করা হয়েছে। কমিটির শুভ কার্যক্রম শুক্রবার দুপুরে শহরের গ্রীণ হাসপাতাল বল রুমে অনুষ্ঠিত হয়। গ্রাম ডাক্তার মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির মহাসচিব আবুল কাওসার হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, সংগঠনের উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আনোয়ার জাহিদ, প্রফেসর মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন চঞ্চল, জয়নাল আবেদীন কামাল, মোঃ আবুল খায়ের মোল্যা, সাধারণ সম্পাদক মাস্টার তোফাজ্জেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার হানিফ, সাংগঠনিক সম্পাদক মাস্টার মজিবর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ মোঃ জাফর রানা, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আলম, দপ্তর সম্পাদক মোঃ নিয়াজ নবী মিনার, প্রচার সম্পাদক এম.এ জাঈদ খান, সমবায় সম্পাদক মোঃ শাজাহান মুন্সী, প্রকল্প সম্পাদক মোঃ আব্দুল মান্নান জমাদ্দার, শিক্ষা সম্পাদক আহসান হাবিব রায়হান, নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর মিয়া সেলিম, এস.এম সালমান, আফসার উদ্দিন মোল্যা, তাসলিমা আক্তার হাসি, সালেহ্ আহম্মেদ রিপন, মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা রোগী কল্যাণ সোসাইটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বক্তারা এই সোসাইটি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহŸান জানান। বলেন রোগী কল্যাণ সোসাইটির সাধারণ মানুষের পাশে কাজ করবে এবং বিপদে-আপদে তাদের সার্বিক সহযোগিতা করবে। এরপর তিন বছর মেয়াদি এ কমিটির নাম ঘোষণা করা হয়।
Leave a Reply