1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে বৃক্ষমেলার উদ্ধোধন - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে বৃক্ষমেলার উদ্ধোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১১৩৩ জন পঠিত
ফরিদপুরে বৃক্ষমেলার উদ্ধোধন
ফরিদপুরে বৃক্ষমেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : ”গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা- ২০২৩। এ উপলক্ষে (১৩ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসের সামনে বৃক্ষ মেলায় গিয়ে শেষ হয়। র‌্যালীটি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

র‌্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সকাল ১১ টায় বৃক্ষ মেলায় আলোচনা সভা ও বৃক্ষ বিতরণীর মধ্যে দিয়ে এ মেলার উদ্ধোধনী সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগিয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে, উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা (বিপি), পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আক্কাস হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হুসাইন। সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।

বৃক্ষমেলার আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ শেষে বৃক্ষমেলায় অংশ গ্রহন করা বৃক্ষ নার্সারী ৩৩ টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, নার্সারীর মালিক ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দশ দিনব্যাপী বৃক্ষ মেলায় দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পযর্ন্ত ঘুরতে পারবে এবং পছন্দমত সুলভ মূল্যে ফলজাত সহ বিভিন্ন প্রজাতির গাছ ক্রয় করতে পারবেন। প্রতিদিনি সন্ধ্যায় মেলায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION