স্টাফ রিপোর্টার : “পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(২৭ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে যতগুলো পর্যটন রয়েছে তার মধ্যে বৃহত্তম ফরিদপুর জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পর্যটন খাতকে ঢেলে সাজাতে হবে। ফরিদপুরে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে হাইলাইট করতে হবে। ফরিদপুরের এসকল পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বভুমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বøাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply