স্টাফ রিপোর্টার :
বিশ্বমানের সেবা দেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরে যাত্রা শুরু করেছে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতাল প্রাইভেট লিমিটেড কোম্পানি।
বুধবার শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহার সভাপতিত্বে সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, হাসপাতালের পরিচালক সঞ্জীব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাসপাতালটি ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষকে অল্প মূল্যে উন্নত সেবা প্রদানে সক্ষম হবে। যে সেবা নিতে মানুষকে ভারতে যেতে হয় সেই মানের সেবা এই হাসপাতাল থেকে দেয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। #
Leave a Reply