স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদাররে সভাপতিত্বে ১৩ ফেব্রæয়ারি সোমবার বেলা আড়াইটায় ফরদিপুর জেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতগ্রিস্ত মালকিদরে মাঝে এল এ চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহাজাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লিটন ঢালী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থতি ছিলেন। চেক বিতরণ অনুষ্ঠানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ৩৮ টি চেকের মাধ্যমে মোট ৯৯ লক্ষ ৯১ হাজার ৩৩ টাকা বিতরণ করা হয়।
Leave a Reply