নিজস্ব প্রতিনিধি : সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, আত্মউন্নয়ন শিক্ষা, বাল্যবিবাহ ও মাদকাসক্তি নিরসন বিষয় নিয়ে বাংলাদেশ ইয়ংস্টর স্যোশ্যাল অর্গানাইজেশন (বাইসো) এর আয়োজনে ফরিদপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের নিজস্ব কার্যালযে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সুমন রঞ্জন সরকার, বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশিদ (ওসি ডিবি), রাহুল অনিক (সাব -ইন্সপেক্টর) পুলিশ সাইবার সাপোর্ট, ফরিদপুর, ডা. তানসিড জুবায়ের নাদিম মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন।
দুই শত কিশোর কিশোরী নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সাইবার ক্রাইম ও মানসিক স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে সেমিনারে আলোকপাত করা হয়। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. তানসিড জুবায়ের নাদিম মানসিক স্বাস্থ্য নিয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির সুমন রঞ্জন সরকার (অতিরিক্ত পুলিশ সুপার) সাইবার ক্রাইম নিয়ে স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের সচেতন করেন। এ ছাড়াও এই সেমিনারে যা শেখানো হয়েছে তা এই উপস্থিতির মাঝে সীমাবদ্ধ না রেখে আশেপাশে যারা আছে তাদের কেও এসব সম্পর্কে জানানোর আহবান জানান সুমন রঞ্জন সরকার। একই সাথে বাইসো ফরিদপুর ব্রাঞ্চ কে অনেক ধন্যবাদ এমন একটি সেমিনারের আয়োজন করার জন্য।
বাইসো ফরিদপুর জেলা শাখার উপস্থিত ছিলো কাজী জেবা তাহসিন (জেলা সমন্বয়ক), আশিকুর রহমান (সহ-সভাপতি) আবির হাসান (সাধারণ সম্পাদক), রবিউল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), তাজুল ইসলাম (প্রেস সেক্রেটারী), সদস্য সাদিয়া ইসলাম, ডালিয়া, প্রিন্স, শাওন, কাকলি সহ আরও অনেকে। উল্লেখ্য এ ধরনের সচেতনতা মুলক সেমিনার ফরিদপুর জেলার সকল উপজেলায় ধারাবাহিক ভাবে আয়োজন করা হবে বলে বাইসো ফরিদপুর জেলা শাখার সভাপতি মানসিব চৌধুরী জানিয়েছেন।
Leave a Reply