স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ৭ আগস্ট রবিবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ২২ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন পৌর মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্র কবিরপুর স্পোর্টিং ক্লাব কে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করেন। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেজাউল করিম, মিনার বিশ্বাস, মতিয়ার রহমান ও তোফাজ্জল হোসেন।
ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন
Leave a Reply