1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত - আজকের ফরিদপুর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২২৬ জন পঠিত
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

সবুজ দাস, ফরিদপুর : “থাকবো ভাল রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনে ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ ই জুন মঙ্গলবার সকালে ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে অত্র কেন্দ্রের অডিটরিয়াম হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর এর অধ্যক্ষ মো: আখতারুজ্জামার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কথা তুলে ধরে বলেন, যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা যে কাজের জন্য বিদেশ যাবে, সেই কাজের ওপর দক্ষতা অর্জনের মাধ্যমে সময়কে যথাযথভাবে লাগিয়ে সরকারি মাধ্যমে বিদেশে যাবার পরামর্শ দেন। তবে কোনো দালালের মাধ্যমে বিদেশে না যাবার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন অনেকেই দালালের খপ্পরে পড়ে সবকিছু হারিয়েছে, বিদেশও যেতে পারেনি।

এসময় অভিবাসন বিষয়ক আইনের বিভিন্ন দিক তুলে ধরে, দালালদের খপ্পরে পড়া প্রবাস জীবনের সেই বিভীষিকাময় ভোগান্তির কথা উপমায় টেনে আনেন জেলা প্রশাসক। এ সময় তিনি আরো বলেন কোন প্রবাসী বিদেশ পাড়ি দেওয়ার পর তার যায়গা জমি বা পারিবারিক কোন সমস্যা সৃষ্টি হলে তা সমাধানের জন্য জেলা প্রশাসকের সরনাপন্ন হওয়ার অনুরোধ করেন। এমনকি বিদেশেও কোন প্রবাসীর সমস্যা হলে সেটিও জানানোর অনুরোধ জানান জেলা প্রশাসক।

সভায় আরো বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ বিমল কুমার বিশ^াস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আবু মো: রেজাউল করিম, সাংবাদিক পান্না বালা, নারী নেত্রী আসমা আকতার মুক্তা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এনজিও প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, ইমাম কল্যাণ ফাউন্ডেশন প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিনিধি এবং অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ। এ ছাড়াও সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষন চাইনিজ ভাষায় উপস্থাপন করেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর ভাষা প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক মারুফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION