স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বাঁধ ধসে খালের পানিতে পড়ে বিল্লাল হোসেন শেখ (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজের একদিন পর তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ মে) বিকাল ৩ টার দিকে জেলা সদরের ধলারমোড় এলাকার মদনখালী খাল থেকে নিখোঁজ বিল্লালের মরদেহটি উদ্ধার করা হয়। ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস,আই) রুহুল আমিন নিখোঁজের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ বিল্লাল জেলা সদরের পালডাঙ্গী এলাকার বাসিন্দা। সে ইট ভাটার ইট পারাপারে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করেন। জানা যায়, শুক্রবার (২০ মে) ভোর পাঁচটার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন মদনখালী খালে নিখোঁজ হন বিল্লাল। শুক্রবার রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে, আজ শনিবার (২১ মে) সকাল থেকে উদ্ধারে ঢাকা থেকে আসা ডুবুরি দল কাজ করে। পরে বিকাল ৩ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে। ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, নিখোঁজ শ্রমিকের মরদেহটির সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply