নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর: দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা শ্যামল ব্যানার্জীর বাড়ীতে মনি নিলয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে জাঁকজমকভাবে সপ্তাহব্যাপী ১৭ তম বর্ষ সনাতন ধর্মীয় উৎসব চলছে। এই উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করছে। গত (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার শ্রী শ্রী মহানাম মহা কির্তন, অভিষেক, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি অন্তে রামায়ণ গান, মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসব শুরু হয়েছে।
গত (১৬ ডিসেম্বর) শুক্রবার বিশ্বশান্তিকল্পে শ্রী শ্রী গীতাযজ্ঞ, ভাগবত পাঠ শুভ অধিবাস। গত (১৭ ডিসেম্বর) শনিবার হতে (১৯ ডিসেম্বর) সোমবার পর্যন্ত ১৭ তম বর্ষ ধর্মীয় উৎসব ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শেষ হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) মঙ্গলবার শ্রীশ্রী রাধা কৃষ্ণের অষ্টকালিন লীলা স্মরণকীর্তন। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করছেন অঞ্জন উপাধ্যায়, অমল ব্যানার্জী ও তৃষ্ণা দেবনাথ। আজ (২১ ডিসেম্বর) বুধবার ধর্মীয় উৎসব কুঞ্জভঙ্গ, ভোগ মহোৎসব, মঙ্গল শোভাযাত্রা, মহাপ্রসাদ বিতরণ ও মোহন্ত বিদায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
Leave a Reply