ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড হাসপাতালে) ২৪ ঘন্টায় ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ডেডিকেটেড এই হাসপাতালে আরো ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের এই পরিচালক আরো জানান, বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৩জন, সুস্থ হয়েছে ৩৭ জন।
তিনি বলেন, দূর-দুরান্ত থেকে যে রোগী আসে তাদের শারীরিক অবস্থা ভাল থাকে না। যে কারনে মৃত্যুর হার তাদের মধ্যেই বেশি। আমরা আমাদের চিকিৎসক ও জনবল নিয়ে এই মহামারি সময়ে চেষ্টা করে যাচ্ছি সঠিক সেবা দেওয়ার ।
ফরিদপুরর সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘটায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭২ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৭২ জন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৩৪.৯৫ শতাংশ । ফরিদপুর এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬জনের করোনা সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৪ হাজার ৬৯৭ জন। সরকারী হিসাবে এ পর্যন্ত শুধু করোনায় ৪৫৩ জনোর মত্যু হয়েছে।
জেলায় মৃত্যুর হার ২.৩৩ এবং আক্রান্তের হার ২৫.৬৬ শতাংশ ।
Leave a Reply