স্টাফ রিপোর্টার : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। শহরের থানা রোডস্থ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১৫ই আগস্ট সকালে দলীয় কার্যালয়ে নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস,মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, জেলা যুব লীগের আহŸায়ক জিয়াউল হাসান মিঠু সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির জনক সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply