1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ভাঙ্গায় উন্নয়ন তুলে ধরতে এমপি নিক্সনের জনসভা - আজকের ফরিদপুর
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ভাঙ্গায় উন্নয়ন তুলে ধরতে এমপি নিক্সনের জনসভা

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ১১৩৪ জন পঠিত




সরোয়ার হোসেন, ভাঙ্গা :
ফরিদপুরের ভাঙ্গায় সরকারের অব্যাহত উন্নয়ন এবং সফলতা তুলে ধরতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর সদরের কুঠিবাড়ি চরকান্দা প্রাঙ্গনে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক পৌর কাউন্সিলর মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।



জনসভায় মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দেশ আজ উন্নয়নের ধারায় অব্যাহতভাবে এিেগয়ে যাচ্ছে। সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাস্তা-ঘাট,সেতু,চিকিৎসা ,শিক্ষা সর্বক্ষেত্রে আজ রোল মডেল। তিনি বলেন,অপরিসীম পরিশ্রমে ভাঙ্গা উপজেলা আজ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। ফরিদপুরের মধ্যে মডেল প্রথম শ্রেনীর ভাঙ্গা পৌরসভা । অথচ এখানে ছিটেফোটাও উন্নয়ন হয়নি। প্যেরসভা ও প্রশাসনের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তারা সাবধান হতে হুশিয়ারী প্রদান করেন। দুর্নীতির কারণে এত উন্নয়ন সত্যেও জনগণ সত্যিকারের সুফল ভোগ করতে পারছে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে পৌরসভার যে সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসনের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত তাদেরকে চরমভাবে প্রতিহত করা হবে।



তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের টাকায় চলে পৌরসভা। সেই পৗরসভাকে জিম্মি করে কেউ কেউ কোটি কোটি টাকার বাণিজ্য করে যাচ্ছেন। এতদিন যা করেছেন তার বিচারসহ পৌরসভাকে দুর্নীতিমুক্ত করা হবে।তিনি বলেন,প্রশাসনের দুই কর্মকর্তা সম্প্রতি ভাঙ্গা বাজারের খাস জমিতে দোকান বরাদ্দর নামে ৮ কোটি ৬০ লাখ টাকার যে দুর্নীতি করেছেন তারও বিচার করা হবে। আগামী পৌরসভার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত সৎ ও যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করে ভাঙ্গা পৌরসভার আমূল পরিবর্তন করতে জনগণকে এখনই তৈরি হতে হবে।



পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি ইতিপূর্বে দুইবার এমপি নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে।তবে আমি কখনই নৌকার বিরুদ্ধে ছিলাম না। আমার যুদ্ধ ছিল বিশেষ ব্যক্তি কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে। আমি দীর্ঘ ৭ বছরে আমার যৌবন ও সংসারে মায়া ত্যাগ করে আপনাদের পাশে সেবা করে গিয়েছি। তারই ফলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছেন। আপনারা জানেন জনগণের ট্যাক্সের টাকায় পৌরসভা পরিচালিত হয়। মডেল এ গ্রেডের পৌরসভা হিসেবে তেমন কোন উন্নয়ন হয়নি। আগামীতে স্বচ্ছ সৎ ব্যক্তিকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করুন আমি আপনাদের সত্যিকার উন্নয়ন দেব। পৌরসভার রাস্তাঘাটের যে অবস্থা তাতে করে মানুষ চলাচল করতে পারে না।এর আগে দুপুর হতেই জনসভাস্থল মিছিলে মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে জনসভা মুখরিত করে তোলেন।



সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ফাইজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান ,ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ স¤পাদক আবু জাফর মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাহিদ মুন্সী,পেীর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ, মহিলা লীগের নেতা-কর্মী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION