স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরস্থ বরই তলা সংলগ্ন বালুর মাঠে ২৮ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় পূর্বখাবাসপুর বয়েজ একাদশ ও শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী একাদশের মধ্যে কার ম্যাচে ১-০ গোলে জয় পায় পূর্বখাবাসপুর একাদশ। ম্যাচটি পরিচালনা করেন রেফারি হিমেল।
ম্যাচ শেষে পূর্বখাবাসপুর বয়েজ একাদশের অধিনায়ক মোঃ রাশেদুজ্জামান সজিবের হাতে ট্রফি তুলে দেন শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী একাদশের অধিনায়ক অসিত সেন। এলাকার শত শত মানুষ ম্যাচটি উপভোগ করেন। নতুন প্রজন্মের ক্রীড়া প্রেমীরা বলেন, প্রত্যেকটি এলাকায় এই ধরনের আয়োজন যুব সমাজকে ক্রীড়া চর্চায় উৎবদ্ধ করবে। জেলার বিভিন্ন মাঠগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সচেতন হবার আবেদন জানান তারা।
Leave a Reply