1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পুলিশের সচেতনতামূলক বার্তা - আজকের ফরিদপুর
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পুলিশের সচেতনতামূলক বার্তা

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭১৫ জন পঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পুলিশের সচেতনতামূলক বার্তা
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পুলিশের সচেতনতামূলক বার্তা

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পুলিশের সচেতনতামূলক বার্তা দিয়েছে। গত রবিবার রাতে সামাজিক যোগায়োগ মাধ্যম ফেসবুকে জেলা পুলিশের আইডিতে এ সতর্কতামূলক বিষয়গুলি প্রচার করা হয়। এ সতর্কতামূলক বার্তার মধ্যে রয়েছে সেহরি ও ইফতারের পর মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় বাসার দরজা বা গেইট বন্ধ রাখা, মসজিদে গমনাগমনের সময় নগদ অর্থ বহন না করা, সেহরির সময় ঘুম থেকে জাগানোর অজুহাতে বা ইফতারের সময় ইফতার দেয়ার কথা বলে কোন অপরিচিত ব্যক্তি/দুষ্কৃতিকারী যেন বাসায় প্রবেশ করতে না পারে,

ইফতারের পূর্বে এবং পরে ও এশার নামাজের পূর্বে নির্জন এলাকা দিয়ে যাতায়াত পরিহার করা, বাসায় ভিক্ষুক/অনাথদের ইফতার করানোর প্রাক্কালে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা, বাসার বাইরে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সর্তক থাকা, রমজান উপলক্ষে কাজের ছেলে, মেয়ে কিংবা বুয়া বাসায় রাখা হলে তাদের প্রতি বিশেষ নজর রাখা ও তাদের ছবি ও জীবনবৃত্তান্ত নিকটস্থ থানায় জমা দেওয়া, মোবাইল ফোন/হ্যান্ডব্যাগের প্রতি বিশেষ লক্ষ্য রাখা, গাড়ি ও মোটরসাইলে পার্কিং শেষে গাড়ির লক যাচাই করা,

গাড়ি চুরি থেকে রক্ষা পাওয়ার জন্য অটোমেটিক এলার্ম/কার লক/জিপিএস/জিএসএম ডিভাইস ব্যবহার করা, অধিক রাতে কেনাকাটা পরিহার করা, স্বর্ণের দোকান, ব্যাংক, বীমা ও অর্থলগ্নি প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং বহনে সর্বদা সতর্ক থাকা, ট্রাফিক জ্যামে গাড়ীর জানালা বন্ধ রাখা, অপরিচিত কারো সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না করা, যাত্রা পথে অপরিচিত কারো কাছ থেকে কিছু না থাওয়া, যাতায়াতের সময় সহযাত্রী বেশে অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্য সম্পর্কে সতর্ক থাকা,

ভাড়ায় চালিত যানবাহন ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর আপনজনকে অবহিত করা, বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি স্থাপন করা, সম্ভব হলে দরজায় এলার্ম তালা ব্যবহার করা, বাসা/বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা ও জানালা বন্ধ করা, যে সকল দরজা জানালা দূর্বল এখনই মেরামত করা, নিকটস্থ থানা পুলিশসহ জরুরী সেবা প্রদানকারী সংস্থার ফোন নাম্বার সংরক্ষণ করুন এবং প্রয়োজনে দ্রæত তাদের সাথে যোগাযোগ করা।

সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরর্শেদ আলম বলেন, রমজান ও ঈদ উপলক্ষে সাধারণত যে সব অপরাধ বেড়ে যায় তার ভিত্তিতে জেলা পুলিশের পক্ষে সতর্কতামূলক প্রচারের অংশ হিসেবে সর্বসাধারণের উদ্দেশ্যে এ বার্তা প্রচার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনসাধারণ এ বিষয়গুলি মেনে চললে এ সময়ে সংঘটিত অপরাধসমূহ কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION