ফরিদপুুুর প্রতিনিধি:
সোমবার ফরিদপুরে তৃতীয় দিনের মত জেলা আওয়ামীলীগের উদ্যোগে ফরিদপুরের সদর উপজেলায় চার ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে ১২ টি ইউনিয়নের মধ্যে শনিবার ও রোববার আট ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার তৃতীয় দিনের কর্মসূচীতে মাচ্চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি, শিল্পপতি এ কে আজাদ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় সাবেক ক্রেন্দ্রীয় আওয়ামীলীগের নির্ভাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, কতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারী নেত্রী আইভি মাসুদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করণের মাধ্যমে। তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনের পর এতদাঞ্চলে শিল্প কারখানা স্থাপিত হলে মানুষের জীবন ও জীবিকায় ব্যাপক পরিবর্তন আসবে।
ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে ছয় হাজর কম্বল বিতরণ করা হয় তিন দিনে।
Leave a Reply