স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার বৃহত্তম শ্রমিক সংগঠন ফরিদপুর ফরিদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ইমান আজাদ পরিষদের নেতৃবৃন্দ নির্বাচিত হতে যাচ্ছেন। এই পরিষদের সাথে আর কোন নেতৃবৃন্দ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তাদের বিজয়ী হতে আর কোন বাধা থাকলো না। গত ২৬ আগস্ট এই পরিষদ মনোনয়ন পত্র জমা দেন। আগামী ৯ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল। সংগঠনটিতে নিবন্ধিত মোট ৫,৩০৬ জন ভোটার ভোট প্রয়োগের কথা ছিল। ইমান আজাদ পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি ইমান আলী মোল্যা, সহ-সভাপতি মোঃ আবুল কালাম সেক, মোঃ আলাউদ্দিন মোল্যা, মোঃ আঃ রাজ্জাক খান, মোঃ জামাল হাওলাদার, মোঃ ছিদ্দিক মোল্যা, মোঃ এনায়েত হোসেন, মোঃ আজগার আলী,
সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (সুক্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ মজনু সেক, অর্থ সম্পাদক মোঃ হারুন আর রশিদ, প্রচার সম্পাদক মোঃ ফজলুল রহমান মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান খাজা, আইন সম্পাদক আঃ রাজ্জাক মোল্যা (রাজা), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম (নুরু), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রঞ্জত কুমার ভৌমিক, শ্রম সম্পাদক মোঃ হেলাল খালাসী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফজলুল হক, মহিলা সম্পাদিকা লাকী নাজমুন, কার্যকরী সদস্য মোঃ আক্কাস বিশ্বাস, মোঃ রফিক সেক, মোঃ বাবুল শেখ, মোহাম্মদ আলী।
Leave a Reply