1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালন
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালন

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৩০ জন পঠিত
নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালন
নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালন

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামুল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (২৮ এপ্রিল) শুক্রবার সকাল ৮ টায় আদালত চত্তরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখ। এরপরে সকাল সাড়ে ৮ টায় আদালত চত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য’ তুলে ধরে শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখ সভাপতির বক্তব্যে বলেন, ফরিদপুরের লিগ্যাল এইড অফিস শুধু মামলা- মোকদ্দমা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনা। আইনি সহায়তার পাশপাাশি বিরোধ মিমাংসাতেও বড় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড একটি কার্যকরী ভূমিকা রেখেছে।

তিনি বলেন, অনেক দরিদ্র শোষিত ও নির্যাতিত হওয়ার পরও অর্থের অভাবে অন্যায়কে মেনে নিয়ে মামলা থেকে দূরে থাকতে বাধ্য হন।জাতীয় আইনগত সহায়তা দরিদ্র মানুষের চাহিদার এ জায়গাটি অভাবনীয়ভাবে পূরণ করে আসছে। তিনি আরো বলেন, আদালতের মাধ্যমে যেন একজন ব্যাক্তির মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয় সে জন্য কাজ করা হচ্ছে। আর এই জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা লিগ্যাল এইড আইন পাশ করেন এবং বিচার বিভাগে নানামূখী উদ্যোগ গ্রহন করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসরাত জাহান তামান্না।

আরো বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ওয়াহিদুজ্জামান, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তাসহ বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া উপকারভোগীরা অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন । এসময় ফরিদপুরের বিচার বিভাগের অতিরিক্ত জেলা জজ, প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা জজ, দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম, যুগ্ম জেলা জজ, প্রথম আদালতের বিচারক মোঃ নাছির উদ্দীন, যুগ্ম জেলা জজ, দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী, যুগ্ম জেলা জজ, তৃতীয় আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী সহ অন্যান্য বিচারকবৃন্দ, জিপি ও পিপি এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION