স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক বলেছেন, দেশের মানুষের স্বার্থে এবং সকল মানুষের ভাগ্য পরিবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে বহুবছর ক্ষমতায় রাখতে হবে। কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে,গত (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ১৪ বছরের উন্নয়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার অবদান শীর্ষক বাংলাদেশ আওয়ামী লীগের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল উন্নয়নের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে বিশ্বে কোন রাষ্ট্রনায়ক তার দেশে এতো ব্যাপকভিত্তিক উন্নয়ন করতে পারেনি। কৃষ্ণনগর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মমেনা বেগমের সভাপতিত্বে, উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস এর সহধর্মিনী শ্রাবণী বোস, রেহেনা পারভীন, ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম বাশারুল আলম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রাবণী বোস বলেন, শেখ হাসিনার সরকার দেশে নারীদের সমঅধিকার নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নত করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুবল কুমার অধিকারী।
এছাড়াও উঠান বৈঠক অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহিদ মোল্যা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ ইউনিয়নের সর্বস্তরের নারীরা অংশগ্রহণ করেন। এসময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ নাসিমা বেগম।
Leave a Reply