বিজয় পোদ্দার, ফরিদপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর সদর থানা শাখার সভাপতি এ্যাডঃ মিজানুর রহমান বলেন, পরীক্ষিত ও ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন প্রয়োজন। দুঃসময়ের রাজপথের সকল কর্মীদের পদাধিকার বলে রাজনীতির সুযোগ দেওয়া উচিৎ। কেবল মাত্র ক্ষমতা আর অর্থ কেন্দ্রীক নয় তৃণমূল পর্যায়ে বিগত দিনে যারা রাজ পথে ছিলেন আছেন মুজিব আদর্শে আধুনিক বাংলাদেশের বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞায় রয়েছেন তাদেরকে মর্যাদা দিয়ে মূল্যায়ন করতে হবে। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ছাত্র-ছাত্রী সংসদের এক সময়ের সারা জাগানো এই রাজনৈতিক নেতা বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা যুবকমান্ড, যুবলীগসহ বিভিন্ন পদে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছেন। অধ্যাবদি তিনি থানা যুবলীগের সভাপতির পদে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন। পাশাপাশি ফরিদপুর জজ কোর্টের এপিপি ও আইনজীবী হিসাবে কর্মরত রয়েছেন। আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে যেতে চান। রাজনীতির বাইরে মানবাধিকার কমিটি, সিনেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডায়াবেটিক সমিতি, হার্ট ফাউন্ডেশন, রেডক্রিসেন্ট সোসাইটি, শিল্প কলা একাডেমী, প্রয়াস, ফরিদপুরের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন।
Leave a Reply