1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
ডিক্রিরচর ইউপি নির্বাচনে নানা প্রতিশ্রæতি দিয়ে আবু ফকিরের গণসংসোগ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ডিক্রিরচর ইউপি নির্বাচনে নানা প্রতিশ্রæতি দিয়ে আবু ফকিরের গণসংসোগ

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ জন পঠিত
ডিক্রিরচর ইউপি নির্বাচনে নানা প্রতিশ্রæতি দিয়ে আবু ফকিরের গণসংসোগ
ডিক্রিরচর ইউপি নির্বাচনে নানা প্রতিশ্রæতি দিয়ে আবু ফকিরের গণসংসোগ

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করার প্রস্তুতি নিয়ে নির্বাচনীয় গণসংসোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার নির্বাচনীয় ইউনিয়ন গুলিতে ক্ষমতাসীন দলের নৌকার মনোনয়ন নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও নির্বাচনীয় নানা প্রতিশ্রæতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এ নির্বাচনে সাধারন জনগণের দাবি, নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে যোগ্য ব্যাক্তিকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

ফরিদপুর সদরের ১১টি ইউনিয়নের মধ্যে প্রায় ১৮ হাজারের কাছাকাছি ভোটার ও ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডিক্রির চর ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নে নৌ-বাণিজ্যের অন্যতম কেন্দ্র সি এন্ড বি ঘাট নৌ-বন্দরে অন্তর্ভূক্ত হলেও বন্যা, নদী ভাঙ্গন, খরা আর দুর্গম জনপদ বেশি থাকায় মানুষের জীবন যাত্রা প্রতিনিয়ন নানা দুর্যোগের সাথে সংগ্রাম করে। বর্তমানে এ ইউনিয়নের জনগনের জীবনযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রæতি নিয়ে ক্ষমতাসীন দলের নৌকার মনোনয়ন চেয়ে থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আবু ফকির নির্বাচনীয় গণসংসোগ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনীয় তফসীল ঘোষনার পরপরই চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আবু ফকির তার সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত উঠোন বৈঠকের পাশাপাশি নির্বাচনীয় নানা প্রতিশ্রæতি নিয়ে গ্রাম, বাজার, পাড়া, মহল্লায় সাধারন কর্মী সমর্থক ও ভোটারদের সাথে মতবিনিময় করে চলেছেন। একই সাথে এলাকাবাসীর জীবনমান উন্নয়ন আর আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করার প্রতিশ্রæতি দিয়ে অসহায় মানুষের পাশে থাকার সুযোগ প্রত্যাশা করছেন তিনি।

১৪ ই ফেব্রæয়ারী ইউনিয়নের পশ্চিম আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, পুর্ব আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, মানু ফকিরের ডাঙ্গি, ধলার মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংসোগ কালে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আবু ফকির এক প্রশ্নের জবাবে ইউনিয়নকে অবহেলিত আখ্যা দিয়ে জানান, বর্তমানের আধুনিকতার সাথে তাল মিলিয়ে গ্রাম পর্যায়ে উন্নয়নের ধারা পৌছে গেলেও আমাদের এ ইউনিয়নটি এখনো অবহেলিত রয়েছে। তাই ইউনিয়ন বাসীর জীবন মান উন্নয়নের আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।

এ নির্বাচনে ইউনিয়ন বাসীর পূর্ন সমর্থনে আমি জয়যুক্ত হতে পারলে, ইউনিয়নের উন্নয়নে জনগণকে সাথে নিয়ে সরকারের যে খানে দ্বারস্থ হতে হয়, আমি সেখানেই সম্মুখ সাড়িঁতে থাকব। একই সাথে প্রাকৃতিক বিপদ আপদ সহ ইউনিয়ন বাসীর ভাগ্য উন্নয়ন ও দল মত নির্বিশেষে যে কোন অসহায় গরিব মানুষের জন্য আমার দড়জা সর্বদা খোলা থাকবে। খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার হোসেন আবু ফকির দীর্ঘ দিন আওয়ামী রাজনীতিতে ওত প্রত ভাবে জড়িত হয়ে সারা জীবন দলীয় ভাবমূর্তি রক্ষায় কাজ করে গেছেন। তার দীর্ঘ এই আওয়ামী রাজনীতিতে নানা ঘাত প্রতিঘাতসহ দলীয় কোন্দলের শিকার হয়েও আওয়ামীলীগের রাজনীতির মাঠ থেকে কখোনোই নিজেকে সড়িয়ে নেননি।

বর্তমানে আওয়ামীলীগের ত্যাগী ও পরিক্ষিত এ নেতা আওয়ামীলীগের নৌকার দলীয় মনোনয়ন চেয়ে নির্বাচনীয় গণসংসোগ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো বেশ কয়েকজন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে ভোটার ও সমর্থকদের নিয়ে নির্বাচনীয় গণসংসোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে অন্যান্য দলের প্রার্থীরাও থেমে নেই এ গণসংযোগে। তবে যাই হোক ফরিদপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডিক্রির চর ইউনিয়ন পরিষদ হওয়ায় যোগ্যব্যাক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION