স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানায়, বুধবার (৬ জুলাই) দিনগত রাত ৯ টার দিকে ফরিদপুর শহরের রেলস্টেশন সংলগ্ন গুহলক্ষীপুর রেল ক্রসিং-এর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশ কাজ করছে।
Leave a Reply