স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক করোনা প্রতিরোধে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন কর্মসূচি চলছে। আর এ কর্মসূচিকে বাস্তবায়ন করতে ফরিদপুরে মাঠে নেমেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের বিভিন্ন জনসমাগম এলাকা থেকে করোনা টিকা না নেয়া ব্যক্তিদের গাড়িতে করে তুলে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছে পুলিশ।
শনিবার সকাল থেকে ফরিদপুর জেলা পুলিশ এ অভিযান শুরু করেছে।
জানা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। এসময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনা টিকা নিয়েছে কিনা? তারা করোনা টিকা না নিলে ; এছাড়া তারা টিকা কার্ড দেখাতে ব্যর্থ হলেই তাকে ধরে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্র এনে টিকা দেওয়া নিশ্চিত করছে।
এব্যাপারে ফরিদপুর শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের বিভিন্ন কারণে করোনা টিকা নেয়া হয়নি। সকালে পুলিশের একটি টিম এসে আমাদের জিজ্ঞেস করে টিকা নিয়েছি কিনা? পরে আমরা না বললে আমাদের গাড়িতে উঠিয়ে টিকা কেন্দ্র নিয়ে যায়। অতপর আমরা টিকা নিয়ে ফিরেছি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শনিবার থেকে সারাদেশে ১ কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। তাই কেউ যাতে টিকা নিতে বাদ না পড়েন সেজন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় গিয়ে অভিযান চালাচ্ছি। এসময় যারা করোনা টিকা না নিয়েছেন তাদের পুলিশের গাড়ীতে করে টিকা কেন্দ্রে নিয়ে করোনা টিকা দেওয়া নিশ্চিত করা হচ্ছে। #
Leave a Reply